চেয়ারম্যানের বাণী>
বগুড়া পঙ্গু হাসপাতাল-
বগুড়া পঙ্গু হাসপাতাল একটি আধুনিক ও সেবামূলক প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে আমরা প্রতিটি রোগীর সুস্থতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এই হাসপাতালের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে হাড়, জয়েন্ট ও পঙ্গুজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা।
স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, অভিজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধান এবং মানবিক আচরণ নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত সচেষ্ট। একজন রোগীর সুস্থ হয়ে ঘরে ফেরা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনাদের বিশ্বাস ও সহযোগিতায় বগুড়া পঙ্গু হাসপাতাল অল্প সময়েই সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও আমরা এই বিশ্বাস অটুট রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
জয় নারায়ন রায়
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বগুড়া পঙ্গু হাসপাতাল, বগুড়া।
Emergency Call
01341-318978
Greatest properly off ham exercise all. Unsatiable invitation its possession nor off. All difficulty estimating unreserved increasing the solicitude. Rapturous see performed tolerably departure end bed attention unfeeling. On unpleasing principles alteration of.